Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জোংড়া ইউনিয়নের যোগাযোগব্যবস্থা

জোংড়া ইউনিয়নের যোগাযো ব্যবস্থা

সড়ক পথে জোংড়া ইউনিয়ন পরিষদ হইেত পাটগ্রাম উপজেলা পরিষদ ০৯ কিলোমিটার। পাটগ্রাম হইতে লালমনিরহাট যাওয়ার মেইন রাস্তা ধরে পাটগ্রাম সরকারী কলেজ এর পাশদিয়ে মির্জাকোট উচ্চ বিদ্যালয় ও আদর্শ কলেজ এর পাশদিয়ে অও বাজারের পূর্বদিকে সাইড রাস্তা ধরে কাফির বাজারের উপদিয়ে জোংড়া ইউনিয়ন পরিষদ ভবন আসতে হয়। আবার অন্য দিকে জোংড়া ইউনিয়ন পরিষদ হইতে অওর বাজার হইতে আসা সাইড রাস্তাটি জোংড়া ইউনিয়ন পরিষদ হয়ে তেতুল তলা বাজার হয়ে বাউড়া ইউনিয়ন পরিষদ এর পাশদিয়ে বাউড়া বাজার হয়ে পাটগ্রাম হইতে লালমনিরহাট যাওয়ার মেইন রাস্তা সংযোগ  হয়। সড়ক পথে জোংড়া ইউনিয় হইতে লালমনিরহাট জেলা প্রশাসক এর কার্যালয় ৭৬ কিলোমিটার। জোংড়া ইউনিয়ন পরিষদ হইতে সড়ক পথে লালমনিরহাট যেতে হলে প্রথমে জোংড়া ইউনিয়ন পরিষদের সামনে হাইস্কুল মোড়ে অটোবাইক/ নছিমুন/বা ভাড়াটে মোটরবাইক ধরে বাউড়া ইউনিয়ন এর পাশদিয়ে বাউড়া বাজারে লালমনিরহাটের বাস ধরে লালমনিরহাট যেতে হয়।