Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে জোংড়া ইউনিয়ন পরিষদ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

৫নং জোংড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়

সরকারেরহাট,পাটগ্রাম, লালমনিরহাট।

এক নজরে ০৫ নং জোংড়া ইউনিয়ন,

 

(০১) জোংড়া ইউনিয়নের আয়তন:-

২৮ বর্গ কি: মিটার।

জোংড়া ইউনিয়ন লালমনিরহাট জেলার উত্তরের উপজেলা পাটগ্রামের একটি সীমান্তবর্তী ইউনিয়ন।
এ ইউনিয়নের উত্তরে একই উপজেলার জগতবেড় ইউনিয়ন,
পূর্বে ভারতের শিলিগুড়ি জেলা,
দক্ষিণে বাউরা ইউনিয়ন এবং পশ্চিমে কুচলিবাড়ী ইউনিয়ন অবস্থিত।

জোংড়া ইউপি ৭টি মৌজা নিয়ে গঠিত,
মৌজাসমূহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত,

  1. ইসলাম নগর
  2. খারিজা জোংড়া
  3. মোমিনপুর
  4. ধবলগুড়ি
  5. রামকান্ত
  6. জোংড়া
  7. গুরুপাড়া

(০২)জনসংখ্যা:

                 (ক) পুরুষ:-৩০৬২৫

                 (খ) মহিলা:-২৮৮৩১

(০৩) পরিবারের সংখ্ড়িবার

            ৬২৩৪ পরিবার

(০৪) পেশাজীবি মানুষের সংখ্যা:-

                                     (ক) কৃষি জীবি:-   ৮৫%

                                     (খ) চাকুরী জীবি:-  ০৪%

                                     (গ) কামার:-      .০০০১%

                                     (ঘ) মৎস জীবি:-   ০২%

                                     (ঙ) তাতী:-          ০

                                     (চ) ব্যাবসায়ী:-    ০৭%

                                     (ছ) অন্যান্য:-      ০১%

(০৫) কৃষি জমির পরিমান:- ৬,৬৭০ একর

(০৬) খাস জমির পরিমান:-  ২৬১. ১২ একর

 

যোগাযোগ ব্যবস্থা :  রেলপথ এবং সড়কপথ


আলাউদ্দিন নগর স্টেশন টি জোংড়া ইউনিয়নের অবস্থিত

 

(০৭) পাকা রাস্তার পরিমান:-১০০ কি. মি.

(০৮) কাচা রাস্তার পরিমান:- ৩০০ কি.মি

(০৯) বনের সংখ্যা:- 

                     (ক) ২ টি- শালবন, ধবলগুড়ী

                     (খ) ৭ ও ৮ নং ওয়ার্ড

(১০) জি. সি. সি রাস্তা:- ১ টি - ২২ কি: মি:

(১১) বাজারের সংখ্যাঃ-

                           (ক) সরকারেরহাট,
                           (খ) জনতার বাজার

                           (গ) আলাউদ্দিন নগর

                           (গ) একতার বাজার

                          (ঘ) তেতুল তলা

                          (ঙ) কবরস্থান

                          (চ) কাফির বাজার

(১২) নদীর সংখ্যা:- ২ টি -

                         (ক) ধরলা নদী

                          (খ) সিংগি মারী নদী।

(১৩) জলাশয়:-১ টি।

                (ক) বিরের দোলা।

(১৪) বি ও পি :- ৪ টি।

                  (ক) ধবলগুড়ী বি ও পি ক্যাম্প

                  (খ) ধবলগুড়ী বি ও পি ক্যাম্প। ( নির্মানাধীন)

                  (গ) খারিজা জোংড়া বি ও পি ক্যাম্প (নির্মানাধীন)

                  (ঘ) আলাউদ্দিন বি ও পি ক্যাম্প

শিক্ষা প্রতিষ্ঠান :

প্রাথমিক বিদ্যালয় -

*সোহেল বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়

* ২ নং জোংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

*১ নং জোংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

*১ নং শিবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়

*নাজির গোমানী সরকারি প্রাথমিক বিদ্যালয়

*ধবলগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

*চতুরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

*মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

মাধ্যমিক বিদ্যালয় :

*জোংড়া ন্যাশনাল উচ্চ বিদ্যালয়

*ধবল গুড়ি উচ্চ বিদ্যালয়

*জোংড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়

*মমিমপুর উচ্চ বিদ্যালয়

*বাশঁ কাটা মাধ্যমিক বিদ্যালয়

 

*আলাউদ্দিন নগর মাদ্রাসা।

 

কলেজ :

নর্থবেঙ্গল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ।

 

স্বাস্থ্য : এই ইউনিয়নে ১ টি উপস্বাস্থ্য কেন্দ্র , ২ কমিউনিটি ক্লিনিক , এবং ১টি মেডিকেল আছে

ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রামপুলিশ – ১০জন(১জন দফাদার এবং ৮জন মহল্লাদার)।

              ৪) ইউপি উদ্যোক্তা- ০২ (একজন পুরুষ, এবং একজন নারী)